নতুন করে কর্মী ছাঁটায়ের ঘোষণা মেটার
ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে মূল সংস্থা মেটা নতুন করে কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাই করতে যাচ্ছে।বুধবার (১৯ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করবে মেটা। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে পত্রিকাটি।
মেটার প্রধান নির্বাহী প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই চেয়েছিলেন আরও ভাল এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। সেই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মীদের সাজাতেই এই পদক্ষেপ। যার প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের উপর। কারণ এই তিন সংস্থাই এখন মেটার অধীন।
এর আগে গত নভেম্বরেই এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় বহু সংস্থাই মন্দাপরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। যার জেরে মাস ছ’য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরও অন্তত ১০ হাজার কর্মীর!
সূত্র : ব্লুমবার্গ