নজিরবিহীন হা হা রিয়েক্টের কবলে অনন্ত জলিল
ঈদে মুক্তি পেতে যাওয়া অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’। বড় আয়োজনে সংবাদ সম্মেলন করে টিজার প্রকাশ করেন এই তারকা। ছবির টিজার প্রকাশ পেয়েছে ১২ এপ্রিল সন্ধ্যায়। নিজের ফেসবুকেও টিজারটি শেয়ার করেন।
গত বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রাকাশ করা হয় ‘কিল হিম’ ছবির টিজার। রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত দেখা হয় ২৩ লাখের বেশি। মন্তব্য পড়ে ১২ হাজারের বেশি। এমনকি রিয়েকশন পড়ে এক লাখ ৭ হাজার।
টিজারটিতে রিয়েকশন দেয়াদের মধ্যে অর্ধেকেরই বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন, সেটা ৫৫ হাজারের বেশি! যা সাম্প্রতিক ঢাকাই সিনেমার কোনো টিজার প্রকাশের পর প্রায় নজিরবিহীন!
যদিও মন্তব্যকারীদের অনেকেই অনন্ত জলিলের প্রশংসা করেছেন। নতুন ছবির জন্য তাকে শুভ কামনা জানিয়েছেন। আবার অনেকে মজার ছলেও নানান মন্তব্য করেছেন।
এমডি ইকবাল পরিচালিত ‘কিল হিম’ ছবিতে অনন্ত জলিলকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। আর ভিলেন চরিত্রে আসছেন বর্ষা। আরও অভিনয় করছেন রুবেল, মিশা সওদাগর প্রমুখ।