বিনোদন

ঝড় তুলেছে শাকিবের নতুন গান ‘কথা আছে’

আসছে ঈদে মুক্তি পাবে ‘লিডার আমিই বাংলাদেশ’ছবি। আর অনলাইনে ঝড় তুলেছেন এই ছবির একটি প্রতিবাদী গান ‘কথা আছ,।বুধবার(১২ এপ্রিল) সন্ধ্যায় এই নায়ক তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ‘কথা আছে’।

গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গানটি দেখেছেন ৫ লাখের বেশি দর্শক। শাকিবের পেইজ থেকেই গানটি শেয়ার হয়েছে কয়েক হাজার, মন্তব্য পড়েছে হাজার দশেক।

বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। আরো বলেন, নতুন শাকিবকে পেলেন। যা দীর্ঘদিন প্রত্যাশিত ছিল।

‘এইতো দুঃখ ভরা রাত, যার হয় না সুপ্রভাত, সবাই হইছে কুপোকাত, ভাঙছে মাথার ওপর ছাদ, অলিগলি থেকে শুরু, হায়না-ময়না-হাতি, হাতের তালুর মতো চিনি, আমি এই ঢাকা সিটি, ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি যায়, ঘুষ দিয়া তার চাকরি হইছে, কীভাবে সে ঘুষ না খায়…এভাবে কি চলতে পারে, চলতে দেওয়া যেতে পারে, প্রশ্ন আমি রেখে যাই, দুর্নীতিকে রুখি তাই, কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই’ এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।

‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।

Back to top button