ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মাহিয়া মাহির আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
আনোয়ার শাহাদাত সরকার বলেন, আমার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন। বর্তমানে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা।
এর আগে শনিবার (মার্চ ১৮) সকালে সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা মাহিকে গ্রেপ্তার করেন।
তখন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহির আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার তার জামিন আবেদন করলে বিচারক মো. ইকবাল হোসেন জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুনঃ চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগারে