বয়স ২১ বছর, মালিক ৩২ কোটি টাকার, কে এই অভিনেত্রী?
টিভি সিরিয়াল, মিউজিক ভিডিও করেছেন বেশকিছু এমনকি করেছেন সিনেমাও কিন্তু অভিনেত্রী হিসেবে খুব চেনা নন জান্নাত জুবায়ের রেহমানি। মাত্র ১৩ বয়সে শিশুশিল্পী হিসেবে ‘ভারত কা বীর পুত্র-মহারানা প্রতাপ’-এ অভিনয় করে পরিচিতি পান জান্নাত জুবায়ের রেহমানি।
তবে পর্দায় না হলেও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় তরুণ এই মডেল ও অভিনেত্রী। তিনি এতটাই পরিচিত যে, মাত্র ২১ বছর বয়সেই তিনি ২৫ কোটি রুপি যা বাংলার টাকায় প্রায় ৩২ কোটি টাকারও বেশি টাকার মালিক! কিন্তু কীভাবে? আসুন জানি তাঁর সম্পর্কে।
রানী মুখার্জির ‘হিচকি’ ছবি আর টিভি শো ‘টু আশিকি’ -তে অতিথি চরিত্রে অভিনয় করে তাঁর পরিচিতি আরও বেড়ে যায়।
ইনস্টাগ্রামে জনপ্রিয় জান্নাত জুবায়ের রেহমানির অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখ! যা অনেক প্রথম সারির বলিউড অভিনেত্রীর চেয়েও বেশি।
ইনস্টাগ্রাম বলতে তাঁর আয়ের অন্যতম উৎস। তিনি প্রতি পোস্টের জন্য দেড় লাখ রুপি নেন। ঠিক এভাবেই মাত্র ২১ বছর বয়সেই ২৫ কোটি রুপির বেশি সম্পদের মালিকের খাতায় নাম লিখান এই মডেল ও অভিনেত্রী।
বিনোদন দুনিয়ায় ১৩ বছর ধরে কাজ করার জন্য নিজের একটা আলাদা অবস্থান তৈরি করতে পেরেছেন জান্নাত জুবায়ের রেহমানি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর প্রভাব তাঁর বয়সের অন্য অনেক অভিনেত্রীর তুলনায় আয়রোজগারে জান্নাতকে এগিয়ে দিয়েছে।
তাছাড়াও ২০২২ সালে ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি’ তালিকাতেও জায়গা পেয়েছিলেন জান্নাত।