জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে মিশিগান স্টেট যুবলীগের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মিশিগান স্টেট যুবলীগের নেতৃবৃন্দ। মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও এডিশনাল পিপি সিলেট এবং সাবেক ভিপি সিলেট ল’কলেজ এডভোকেট সামসুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগষ্ট আমাদের সমস্ত জাতীর জন্য সমস্ত বিশ্বে একটি কলঙ্কের দিন। আজকের এই দিনে বঙ্গঁবন্ধু সহ উনার পরিবারের প্রত্যেক শহীদ দের প্রতি শ্রদ্ধা জানাই।১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল সেই একই গোত্র জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এই কুচক্র মহলকে শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার। যতদিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বেঁচে থাকবে তত দিন আমাদের নেত্রীর কোনো কিছুই তোমরা করতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে দেশের সার্বিক উন্নয়নে আগামীতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দেশ এবং প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান এডভোকেট সামসুল ইসলাম।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন এবং মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব। দোয়া পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হারুন আহমদ।
সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল হোসেন বাঙ্গালী, মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল বাছিত, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদক মিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, মিশিগান স্টেইট যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব, মো: লিমন শাহ, মঈনুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কাজী মামুন, আরিফ আরমান জিসান, ইমরান এইচ নাহিদ, এজে পাশা, রেজাউল হাসান সহ নেতৃবৃন্দ।