গুগল ট্রেন্ডিং সার্চ ২০২২ এ সেরা ১০ ভ্রমণ গন্তব্য
বিদায় লগ্নে ২০২২ সাল।
কোভিড-১৯ মহামারীর পর নতুন করে বিশ্বের সকল দেশে পর্যটন খাত উন্মুক্ত হওয়ায় ভ্রমণ পিপাসুরা তাদের প্রিয় গন্তব্যে যাওয়ার জন্য হুবড়ি খেয়ে পড়ে।
ফলে এ বছর ভ্রমণের জন্য গুগলে তথ্য খোঁজ করা বৃদ্ধি পায় এবং গুগল ট্রেন্ডিং সার্চ ২০২২ এ চাপ বাড়তে থাকে।
এক্ষেত্রে আমেরিকানরা সবচেয়ে বেশি আগ্রহী ছিল বলে গুগল জানিয়েছে।
ইউরোপ ও আমেরিকানদের ক্ষেত্রে গুগলে সব থেকে বেশি খোঁজ করা ভ্রমণ প্রিয় গন্তব্য হচ্ছে: লন্ডন, প্যারিস, রোম ও লিসবন।
ভ্রমণের জন্য সবচেয়ে বেশি যে সকল তথ্য খোঁজ করা হয়েছে তা নিয়ে সম্প্রতি গুগল শীর্ষ ১০টি ভ্রমণ গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে।
গুগল ট্রেন্ডিং সার্চ ২০২২ এ শীর্ষ ১০টি ভ্রমণ প্রিয় গন্তব্য ছিল:
১. লন্ডন, যুক্তরাজ্য
২. হো চি মিন সিটি, ভিয়েতনাম
৩. প্যারিস, ফ্রান্স
৪. নয়া (নতুন) দিল্লি, ভারত
৫. টরন্টো, কানাডা
৬. রোম, ইতালি
৭. মুম্বাই, ভারত
৮. ভ্যাঙ্কুভার, কানাডা
৯. লিসবন, পর্তুগাল
১০. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনঃ শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানের সফল উত্ক্ষেপণ ও চীনের মহাকাশকেন্দ্র প্রসঙ্গ