কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অব মেট্রো ডিট্রোয়েটের ২ দিন ব্যাপি ফ্রী সাস্থ্যসেবা সম্পন্ন
মিশিগানে ফ্রী সাস্থ সেবা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক মানুষ কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অব মেট্রো ডিট্রোয়েটের দুদিন ব্যাপি এই ফ্রী সাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অব মেট্রো ডিট্রোয়েটের প্রজেক্ট ডাইরেক্টর ফয়সাল আহমেদের পরিচালনা ইসলামিক সেন্টার অব ওয়ারেনে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় উপস্থিত ছিলেন, অরগানাইজেশানের প্রেসিডেন্ট দেওয়ান আবু জর চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্ট ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, নেভিগেটর দেওয়ান আবু হুজাইফা চৌধুরী, নেভিগেটর নুরুজ্জামান প্রমূখ।
রবিবার (১৫ অক্টোবর) ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রোয়েট (মসজিদ আল ফালাহ)তে দ্বিতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ দ্বিতীয় দিনেও উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
উক্ত সাস্থ্যসেবায় উপস্থিত ছিলেন অরগানাইজেশানের প্রেসিডেন্ট দেওয়ান আবু জর চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্ট ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, সেক্রেটারি মাইকেল মহসীন, ডাইরেক্ট আতাউর রহমান প্রমূখ। প্রোগ্রাম দুটি পরিচালিত হয় ইস্টার্ন মিশীগান ইউনিভার্সিটির সহযোগিতায় ।