ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করেছে বাংলাদেশসহ ৫ দেশ
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নালিশ করেছে বাংলাদেশসহ ৫টি দেশ। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে এ নালিশ দায়ের করা হয়।
আল-জাজিরা জানিয়েছে, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমএফএ)।
এমএফএ এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি’র করা সুপারিশকে স্বাগত জানায় ফিলিস্তিন। ইসরায়েল গত ৭৫ বছর ধরে যে আন্তর্জাতিক দায়মুক্তি উপভোগ করছে তার অবসান হওয়া উচিত।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ করলে ১ হাজার ২০০ জনেরও বেশি ইসরায়েলি বাসিন্দা নিহত হন। সেই হামলার প্রতিক্রিয়ায় গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।
ইসরায়েল বাহিনীর হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজারেরও বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই অভিযোগ করে আসছে, গাজার হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও শরণার্থী শিবিরে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল।