ইতিহাসে প্রথম, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের বিশ্বকাপ!
৫ অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। আগের দিন ৪ অক্টোবর জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের একাধিক গণমাধ্যম এ বিষয়ে সংবাদ পরিবেশন করেছে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ছিলো। কথা ছিলো বর্ণাঢ্য এই আয়োজনে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। কথা রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ক্রিকেট ভক্তরা।
সর্বশেষ জানা গিয়েছে ১০ অধিনায়কের উপস্থিতিতে একটি লেজার শোর আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শেষ পর্যন্ত এমনটা হলে ইতিহাসে প্রথমবার কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বিশ্বকাপ আয়োজন দেখবে ক্রিকেট বিশ্ব।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান নয় বরং জমকালোভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করার কথা পরিকল্পনা করছে রোহিত শর্মাদের বোর্ড।