বিজ্ঞান ও প্রযুক্তি

ইতালি বন্ধ করল চ্যাটজিপিটি

বর্তমান সময়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি কবন্ধ করেছে ইতালি। শুক্রবার (৩১ মার্চ) এই পদক্ষেপ নিয়েছে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান।

চ্যাটজিপিটি ব্যবহারকারীর উপাত্ত সুরক্ষা দিতে না পারা এবং ব্যবহারকারীর বয়স যাচাই করতে না পারার অভিযোগ আনা হয়েছে।

ইতালির পর্যবেক্ষক সংস্থাটির মতে, অ্যাপটিতে ব্যবহারকারীর কথোপকথন ও অর্থ প্রদানসংক্রান্ত উপাত্ত সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি ২০ মার্চ নজরে আসে।

সংস্থাটি বলছে, প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালনায় অ্যালগরিদমকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যের কথা বলে গণহারে ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ ও মজুতের কোনো আইনি ভিত্তি নেই। এ ছাড়া ব্যবহারকারীদের বয়স যাচাই করার কোনো ব্যবস্থা না থাকায় অ্যাপটি ‘অপ্রাপ্তবয়স্কদের তাদের বিকাশ ও সচেতনতার মাত্রা তুলনায় একেবারে অনুপযুক্ত উত্তরগুলো দিতে পারে’।

এদিকে শিক্ষকদের আশঙ্কা, শিক্ষার্থীর প্রতারণার (নকল) কাজে এই চ্যাটবট ব্যবহার করতে পারে। আর ভুয়া তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতিপ্রণেতারা।

Back to top button