আলাস্কায় রাতের আকাশে রহস্যময় বস্তু
আলাস্কার আকাশে রহস্যময় ঘটনার জন্য বেশ পরিচিত। এবার আবারও আলাস্কার রাতের আকাশে দেখা মিলেছে রহস্যময় বস্তু। শনিবার(১৫ এপ্রিল) এই রহস্যময় ছবি দেখা গেছে।এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, একজন আলোকচিত্রী শনিবার রাতের আকাশে একটি অস্বাভাবিক ঘটনার ছবি তুলেছেন। উজ্জ্বল সর্পিল ওই বস্তু মেরুপ্রভা বা অরোরা দ্বারা বেষ্টিত ছিল।
প্যাঁচানো অদ্ভুত গঠনের ওই বস্তু আলাস্কার আকাশে দেখেছেন আলোকচিত্রী টোড সালাট। তিনি আকাশের ছবি তোলার সময় মনোরম প্রাকৃতিক ওই দৃশ্য দেখেছেন। অনেকে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন।
টোড সালাট বলেছেন, ‘উত্তর দিগন্ত থেকে আমার দিকে আসা দূরবর্তী উজ্জ্বল আলোটি যখন আমি প্রথম দেখলাম, অত্যন্ত বিস্মিত হয়েছিলাম।’ টোড সালাট ডেইলি নিউজকে বলেছেন, এটি বড় হয়ে উঠছিল।
আলাস্কা বিশ্ববিদ্যালয়ের ফেয়ারব্যাঙ্কস জিওফিজিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ডন হ্যাম্পটন বলেন, আকাশের ‘অদ্ভুত জিনিস’টি মানবসৃষ্ট হতে পারে। আসলে ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের কারণেও ওই প্যাঁচানো আকারটি দেখা গিয়ে থাকতে পারে।