মিশিগান সংবাদ

আমি আসলে আমার জন্য নয়, মানুষের জন্য জন্মেছি : বাদল সৈয়দ

‘আমি আসলে আমার জন্য নয়, মানুষের জন্য জন্মেছি’ বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনপ্রিয় লেখক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বাদল। যিনি বাদল সৈয়দ নামে ব্যাপক পরিচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাদল বলেন, ‘বড় চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ-কিছুই আমাকে টানে না। টানে কেবল মানুষ।’

সমাজহিতৈষী ও লেখক বদল সৈয়দ আরো বলেন, আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে না আসি তাহলে সমাজের পরিবর্তন সম্ভব নয়। মানুষ ও সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে। কেবল ইচ্ছা শক্তি প্রবল হওয়া প্রয়োজন। এলক্ষ্যে সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

একমাত্র কন্যা মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সুবাদে বাদল সৈয়দ সস্ত্রীক যুক্তরাষ্ট্রের মিশিগান সফরে আসলে তার সম্মানে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম এ্যালামুনাই এসোসিয়েশন অব মিশিগান।

এসোসিয়েশনে সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় এসোসিয়েশনের মেডিসন হাইটস অফিসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কর্ণেল (অব) এস এম হাসান ইকবাল, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, মিল্টন বড়ুয়া, অলিউর রহমান, এএসপি অমূল্য চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএস-এর সভাপতি হেলাল উদ্দীন রানা, অরবিন্দ্র চৌধুরী মৃদুল, লুৎফুল বারী নিয়ন, মোস্তফা কামাল, এনায়েত করিম, মোহাম্মদ আফতাব, সালাউদ্দিন, মাহমুদ রহমান, জিনাত বেগম, সঙ্গীতা বড়ুয়া, এডিশনাল এসপি অপূর্ব সাহা ও মোহাম্মদ জসিম প্রমুখ৷

একাধিক বইয়ের রচয়িতা গদ্য শিল্পী বাদল সৈয়দকে অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং পরে অতিথিকে সৌজন্য উপহার প্রদান করেন এসোসিয়েশনের কর্মকর্তারা।

ফেসবুক ও ইউটিউবের জনপ্রিয় মুখ বাদলের সাথে আড্ডা দিতে মিশিগান কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে ঘরে তৈরী রকমারি খাবার দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, “আসুন মায়া ছড়াই।”সিগনেচার উক্তির বাদল সৈয়দ’র জন্ম-১৮মে, ১৯৬৮। পড়াশুনা- এমএসএস (লোক প্রশাসন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা বিজ্ঞানে অনলাইন সার্টিফিকেট কোর্স করেছেন। স্থায়ী ঠিকানা- গোমদন্ডী, বোয়ালখালি, চট্টগ্রাম। পেশা- কর কমিশনার, কর অঞ্চল-০৩, চট্টগ্রাম।

জাতিসংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করেছেন বাদল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতাও করেন। প্রতিষ্ঠাতা করেন (ক) পে ইট ফরোয়ার্ড (বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে)। (খ) মার্চ ফরোয়ার্ড (বিনামূল্যে বা মাসিক ১০০ টাকায় অন লাইন শিক্ষা দিয়ে থাকে) (গ) অনেস্ট (বিনামূল্যে বা স্বলমূল্যে পণ্য সরবরাহ করে) (ঘ) প্যারেন্টস লাউঞ্জ- সিনিয়র সিটিজেনদের বিনোদন কেন্দ্র। (ঙ) উম্মুক্ত লাইব্রেরি।

Back to top button